BN/751028 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নাইরোবি: Difference between revisions
(Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭৫ Categor...") |
(No difference)
|
Revision as of 10:50, 7 June 2020
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"প্রত্যেকে ভাবছেন যে তিনি সর্বাধিক উন্নত ব্যক্তিত্ব, বিজ্ঞানী, দার্শনিক, মহৎ ব্যক্তি। এটি বস্তুগত রোগ।যদিও তিনি বাস্তবে প্রতিমুহূর্তে ইন্দ্রিয়ের দ্বারা পদাঘাতে পীড়িত হন,তারপরও তিনি নিজেকে মহান মানুষ মনে করেন তার অহংকারের কারণে। "গো-দাসাঃ"। গো মানে ইন্দ্রিয়। তিনি সর্বদা ইন্দ্রিয়ের তুষ্টি বিধানে ইন্দ্রিয় কতৃক চালিত হচ্ছেন এবং তারপরও নিজেকে 'স্বতন্ত্র' ভাবছেন। আজকের যুগে 'স্বাধীন' বলতে ইন্দ্রিয়ের দাসত্ব করাকেই বোঝাচ্ছে এবং এটাই চলছে এখন পৃথিবীজুড়ে। তাই আপনাকে পৃথিবীর আসল অবস্থান বুঝতে হবে, এবং যদি আপনি প্রচার করতে চান, তাহলে আপনাকে ... গাছের চেয়ে নম্র, ঘাসের চেয়ে বিনয়ী, গাছের তুলনায় সহনশীল হতে হবে ( শিক্ষাষ্টকম- চৈতন্য মহাপ্রভু) এবং ... আমরা জানি সবাই মূর্খ; তবুও, আপনাকে তাকে সম্মান দিতে হবে। তখনি তাদেরকে কৃষ্ণকথা বলার সুযোগ আপনার হবে অন্যথাই অনেক কঠিন হবে।" |
751028 - প্রাতঃ ভ্রমণ - নাইরোবি |