BN/751029 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নাইরোবি: Difference between revisions

(No difference)

Revision as of 15:12, 7 June 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"জীবনের পরের জীবন, জীবন পরবর্তী জীবন; আমরা দেহ পরিবর্তন করছি, কিন্তু কৃষ্ণকে ভুলে যাচ্ছি । সুতরাং এখানে, এই মানব জীবনের রূপে, আমাদের আসল অবস্থানটি (স্বরুপ) পুনরুদ্ধার করার সুযোগ রয়েছে এবং আমাদের জ্ঞানের সাহায্যের প্রয়োজন, নিখুঁত অভ্রান্ত জ্ঞান যেটা কিনা বেদে রয়েছে । "অথেবঃ কৃষ্ণ বেদ- পুরাণা" । যদি আমরা সুযোগের সদ্ব্যবহার না করি, যদিও আমরা পেয়েছি এই দুর্লভ মানবজনম ... আমরা ভগবদগীতা পড়তে পারি, এবং যদি আমরা ভগবদ্গীতার শিক্ষা গ্রহণ না করি এবং যথেচ্ছাচার করে যাই, তাহলে আমাদের কষ্ট ভোগ করতে হবে (জন্ম-মৃত্যুর চক্রে) । আপনি পেটের সাথে অসহযোগিতা করতে না পারা পর্যন্ত আপনি কৃষ্ণের সাথে সহযোগি হতে পারবেন না। এটা আপনাকে অবশ্যই করতে হবে। ইন্দ্রিয়সংযমের বিকল্প থাকার কোনও প্রশ্নই থাকে না। আপনি হয়ত জানেন বা জানেন না। আপনার অবশ্যই ইন্দ্রিয়সংযম সম্পর্কে সচেষ্ট থাকতে হবে অন্যথায় আপনি কখনই সুখি হবেন না। এবং সুখই আপনার জীবনের লক্ষ্য। "আত্মান্তিকা-দুঃখা-নিভৃতিহ"।
751029 - কথোপকথন B - নাইরোবি