BN/710806 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন: Difference between revisions
(Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭১ Categor...") |
(No difference)
|
Revision as of 07:11, 22 June 2020
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
এই জগতের লোকেরা অগ্নি, জল, মৃত্তিকার অস্থায়ী উদ্ভাসকে অভিবাদন জানাই। গ্রন্থরাজ শ্রীমদ্ভাগবতএ প্রথম স্কন্দে ১ অধ্যায় ১ শ্লোকে এ বলা হয়েছে
তেজভারিম্রিদা যথা ভিনিমায়ও । এখানে তেজ হয়েছে আগ্নি, ভারি হয়েছে জল এবং ম্রিদ হয়েছে মৃত্তিকা। যদি কোনো ব্যাক্তি প্রথমে মৃত্তিকা ও জল মিশিয়ে, এবং পরে সেটিকে অগ্নিগর্বে দেয়, তারপর চূর্ণনের পদ্ধতিতে আমরা সেটির থেকে হামানদিস্তা বা ইট বানাতে পারি। সেই ইট দিয়া আমরা গগনচুম্বি অট্টালিকা তৈরি হয়। ওই অট্টালিকা কে ঘিরে গর্ব করি। শ্রীমদ্ভাগবতএ একে ত্রিস্বর্গআম্রিষ বলা হয়েছ। প্রকৃতির তিনটে গুন আসলে আবাস্তব। তবে আমাদের লক্ষ্য হল ধাম্না স্বেনা সদা নিরাস্ত্রাখুখ্যাম। আমাদের কর্তব্য ভগবানের ধ্যান করা। তিনি সর্বোত্কৃষ্ট স্থান অর্থতাত গোলক বৃন্দাবনকে আধিবাস করেন। সেই স্থান মায়ার আধিনের বাইরে। পাশ্ছাত্ত দেশে আনেক প্রদর্শশালা রয়েছে যেখানে আনেকের শিলারুপ রাখা রয়েছ। লোকেরা সেটিকে দেখতে গিয়ে সেই মৃত বস্তুকে সম্মান জানিয়ে আসে। সেরকমই মন্দির সস্থাপনের পরেও শ্রী কৃষ্ণের শাশ্বত রুপকে দেখতে কেউ মন্দির আসেনা ও সম্মান দেখাই না। |
710806 - প্রবচন SB 01.01.01 - লন্ডন |