BN/740407 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে: Difference between revisions

(No difference)

Revision as of 13:04, 3 July 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"মনে কর আমরা হাঁটছি। এক পদক্ষেপ দিলাম যখন আমি নিশ্চিত হলাম যে 'হ্যাঁ এটা ঠিক আছে। এটা না, আবার যখন দেখলাম যে এই জায়গাটা ডেবে যাবে না' তখন আবার পা ফেললাম। এরপর আবার। এই উদাহরণটি দেয়া হয়। একইভাবে দেহের পরিবর্তনটাও এই রকম। যখনই এটা নির্ধারিত হলো যে কি ধরণের দেহ সে পেতে যাচ্ছে, তাকে দেয়া হচ্ছে, দৈব-নেত্রেণ (শ্রীমদ্ভাগবতম ৩.৩১.১), উচ্চ কর্তৃপক্ষের দ্বারা, তখন সেই ব্যক্তি তার এই দেহ ত্যাগ করে এবং আবার তার জন্য পূর্ব নির্ধারিত দেহের গর্ভে প্রবেশ করে। এটা হচ্ছে মৃত্যুর প্রক্রিয়া।"
৭৪০৪০৭ - প্রাতঃ ভ্রমণ - বোম্বে