BN/751101 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নাইরোবি: Difference between revisions

(No difference)

Revision as of 08:54, 9 July 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আপনার এমনকি খাওয়ারও দরকার নেই। অনেক সাধু ব্যক্তি রয়েছেন, তারা কিছুই আহার করেন না। তারা কীভাবে কাজ করছেন? রঘুনাথ দাস গোস্বামী খেতেন না। তিনি একদিন পরপর সামান্য মাখন খেতেন, ব্যস, আর কিছুর দরকার ছিল না। এটি প্রতিদিন নয়, একদিন পর পর। তো আসলে আমাদের (আত্মার) খাওয়ার দরকার নেই। খাওয়া, ঘুমানো, যৌনতা এবং প্রতিরক্ষা — এটি শারীরিক প্রয়োজনীয়তা । কিন্তু আপনি এই দেহটি নন। আপনি যখন আধ্যাত্মিক প্ল্যাটফর্মে আসেন তখন এই চারটি দৈহিক প্রয়োজনীয়তার কোন প্রয়োজন পরে না। সুতরাং এটিই আপনার ভুল, আপনি ভাবছেন যে,

"ভগবান ও আমার মতো দেহ পেয়েছেন। তার দেহের পুষ্টির জন্য তার খাওয়া দরকার।" এটি আপনার বোকামি। "অঞ্জনি জাস্যা সাকালেন্দ্রিয়া-ভ্রিত্তামান্তি "।

তার শরীরের যেকোনও অঙ্গ-প্রত্যঙ্গের কাজ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা সম্পাদন করতে পারেন। ঠিক যেমন আমরা চোখ দিয়ে দেখতে পারি আবার চোখ বন্ধ করার সাথে সাথে আমরা দেখতে পাই না। কিন্তু কৃষ্ণ তাঁর কানের দ্বারা দেখতে পান।যখনই আপনি কৃষ্ণের কাছে প্রার্থনা করবেন, তখনই তিনি আপনাকে দেখতে পান। আপনার প্রার্থনার আওয়াজ শুনে উনি পুলকিত হয়ে বলেন , "আহা, এই যে আমার ভক্ত "।
751101 - প্রাতঃ ভ্রমণ - নাইরোবি