BN/740423 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হায়দ্রাবাদ: Difference between revisions

(No difference)

Revision as of 12:49, 9 July 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং শ্রীকৃষ্ণের সাথে খেলা করা, শ্রীকৃষ্ণের বন্ধু হওয়া, শ্রীকৃষ্ণের সাথে নৃত্য কর, এগুলো কোন সাধারণ বিষয় নয়। আমরা এগুলো করতে চাই। আমরা এগুলো এখানে করতে চাই। আমাদের খেলাধুলা করার জন্য অনেক ক্লাব আছে, নাচের ক্লাব আছে, কারণ আমরা এগুলো করতে চাই। কিন্তু আমরা এগুলো এই জড়জগতে করতে চাই। এটাই আমাদের ত্রুটি। একই জিনিস আমরা শ্রীকৃষ্ণের সাথে করতে পারি। শুধুমাত্র কৃষ্ণভাবনাময় হও আর সেই সুযোগটি গ্রহণ কর। তুমি কেন এখানে খেলাধুলা আর নাচের জন্য সময় নষ্ট করছ? এটাকে বলা হয় ধর্মস্য হি আপবর্গ্যস্য (শ্রীমদ্ভাগবতম ১.২.৯)। এটা বন্ধ কর। আমি এই জড়জগতের সর্বদা যন্ত্রণাদায়ক পরিস্থিতিটার কথা বোঝাতে চাচ্ছি। ত্যক্তা দেহমং পূর্ণ জন্ম নৈতি (শ্রীমদ্ভাগবদ্গীতা ৪.৯)। কারণ আমরা এই জড় দেহ পেয়েছি। এই জড় দেহ মানে হচ্ছে সমস্ত দুঃখের আধার। কৃত্রিম উপায়ে, তথাকথিত বৈজ্ঞানিক উন্নতির দ্বারা আমরা সাময়িক ভাবে সেগুলো পূরণ করার চেষ্টা করছি, কিন্তু এটা প্রকৃত সুখ নয়।"
৭৪০৪২৩ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০১.০২.০৯ - হায়দ্রাবাদ