BN/740602 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জেনেভা: Difference between revisions

(No difference)

Revision as of 12:19, 10 July 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
গুরু-গৌরাঙ্গঃ যদি এখানকার মানুষ যদি খুব পাপী হয়ে থাকে, তাহলে এটা কীভাবে হলো যে তারা এত সুযোগ-সুবিধা পাচ্ছে? এটা কি শীঘ্রই শেষ হয়ে যাবে , খুব শীঘ্রই।

প্রভুপাদঃ হ্যাঁ, হ্যাঁ, যেহেতু তারা তাদের পাপ কর্ম বৃদ্ধি করছে। তাই এই সুযোগ-সুবিধা গুলো তুলে নেয়া হবে। তাই আমরা উপস্থাপন করছি যে,'সবকিছুই শ্রীকৃষ্ণের সম্পদ এবং আমরা হচ্ছি শ্রীকৃষ্ণের পুত্র। শুধুমাত্র কৃষ্ণভাবনামৃতে সহযোগিতা কর, তাহলে সমগ্র পৃথিবী সুখী হয়ে উঠবে।' এটাই আমদের প্রস্থাব। কেন তুমি ভাবছ এটা আমেরিকান, এটা সুইস, এটা ইন্ডিয়ান? সবকিসুই কৃষ্ণের। আসো আমরা শ্রীকৃষ্ণের প্রতি অনুগত হই যেহেতু আমরা শ্রীকৃষ্ণের পুত্র। আসো আমরা শ্রীকৃষ্ণের সম্পত্তি উপভোগ করি। তাৎক্ষণিকভাবে সুখ আসবে। আমি বেশ কয়েকবের বলেছি যে ......এখনও সমগ্র পৃথিবী এত প্রচুর পরিমান শস্য এবং খাদ্য় সামগ্রী উৎপাদন করতে পারে যে, যা দিয়ে সমগ্র জনসংখ্যার দশগুণ খাওয়ান যাবে, দশগুন আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা আরো বহু,মানে খাদ্য উৎপাদন সম্ভাবনা। কিন্তু তারা সহযোগিতা করবেনা। তারা পশু হত্যা করবে। তারা সমুদ্রে শস্য নিক্ষেপ করবে আর দাবি করবে,'এটা আমার জমি, আমার সম্পত্তি।'

৭৪০৬০২ - প্রাতঃ ভ্রমণ - জেনেভা