BN/740609 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু প্যারিস: Difference between revisions

(No difference)

Revision as of 12:20, 12 July 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তুমি মানুষ অথবা প্রাণী যাই হও, জড় দেহ পাওয়া মাত্রই তোমাকে কষ্ট পেতে হবে। এটাই অবস্থা। এটাই জড় বদ্ধদশা। তো আমি বলতে চাচ্ছি যে, আমাদের এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন জড় দেহের এই তথাকথিত দুঃখ দুর্দশাগুলো উপশমের জন্য নয়। যতক্ষণ দেহ আছে ততক্ষণ দুঃখ থাকবেই। তাই আমাদের এই দেহগত দুঃখ দুর্দশাগুলো দ্বারা খুব একটা বিচলিত হওয়া উচিৎ নয় কারণ তোমাকে কষ্ট পেতেই হবে, এমনকি যদি তুমি খুব সুন্দর সুন্দর আয়োজন কর তবুও। ঠিক যেমন ইউরোপ, আমেরিকার সাথে তুলনা করা যায়। ইউরোপিয়ান শহর গুলোতে আমরা বসবাসের জন্য সুন্দর সুন্দর আয়োজন দেখতে পাই বড় বড় বাড়ি, বড় বড় রাস্তা, সুন্দর গাড়ি। ইন্ডিয়ার সঙ্গে তুলনা করলে, যদি কিছু ইন্ডিয়ান গ্রাম থেকে আসে, তবে তার কাছে এটা স্বর্গ বলে মনে হবে, কত সুন্দর বাড়ি, কত সুন্দর দালান, কি সুন্দর মোটর গাড়ি। কিন্তু তুমি কি মনে কর যে তুমি কষ্ট পাচ্ছ না? সে ভাবতে পারে যে, 'এটা স্বর্গ'। কিন্তু যারা এই স্বর্গে বাস করে তারাই জানে এটা কি ধরণের স্বর্গ? (হাসি)। যাই হক কষ্ট সেখানে থাকবেই। যখনই তুমি জড় দেহ লাভ করেছে তখনই তোমাকে কষ্ট পেতে হবে।"
৭৪০৬০৯ - প্রবচন শ্রীমদ্ভাগবতম ০২.০১.০১ - প্যারিস