BN/740620 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জার্মানি: Difference between revisions

(No difference)

Revision as of 12:21, 14 July 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"দুঃখালয়ম অশাশ্বতম (শ্রীমদ্ভাগবদ্গীতা ৮.১৫)। দুঃখ। দুঃখ মানে জন্ত্রণা, কষ্ট, আলয়ম। আলয়ম মানে স্থান। সুতরাং এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা পরম পুরুষোত্তম ভগবান তিনি বলেছেন,'এটা হচ্ছে কষ্ট ভোগের জায়গা,' এবং এটাকে 'মৃত্যুলোক' বলা হয়, মৃত্যুর জন্য, মৃত্যুর গ্রহলোক। মানে হচ্ছে চিরন্তন আত্মার জন্য মৃত্যু অস্বাভাবিক। কিন্তু তুমি এই জড় মধ্যে যেকোনো জায়গায় থাকনা কেন, তুমি মারা যাবে। এই হচ্ছে জড় জগত। তুমি ব্রম্মা কিংবা একটি ক্ষুদ্র পোকা বা পিপীলিকা যাই হও না কেন তুমি অবশ্যই মারা যাবে, ভূত্ত্বা ভূত্ত্বা প্রলীয়তে (শ্রীমদ্ভাগবদ্গীতা ৮.১৯):মর, আবার জন্মগ্রহণ কর; মর এবং আবারো জন্মগ্রহণ কর। কিন্তু এই বদমাশগুলো তা জানেনা। এটা স্বাভাবিক, এই যা। এই বিষয়ে তাদের কোন জ্ঞান নেই যে মানুষ তার এই বার বার জন্মগ্রহণ আর মৃত্যুবরণ করাটাকে থামাতে পারে। তবু তারা বড় বড় পণ্ডিত।"
৭৪০৬২০ - প্রাতঃ ভ্রমণ - জার্মানি