BN/740626 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মেলবোর্ন: Difference between revisions

(No difference)

Revision as of 12:18, 15 July 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"মনে কর আমি এই জীবনে মানুষ, কিন্তু পরবর্তী জন্মে মানুষ নাও হতে পারি। এই কথাটা সাংবাদিকদের পছন্দ হয়নি। (হাসি) তাকে বলা হয়েছিল যে পরবর্তী জীবনে তুমি পশু হতে পার, কিন্তু সে এটা আমার নামে ছেপেছে ' স্বামীজি পশু হতে পারেন।' তবে স্বামীরাও পশু হতে পারে, তথাকথিত স্বামীরা। তারা পশু হবে। (হাসি) তাই এটা ভুল না। কিন্তু আমরা ভক্তরা, আমরা পশু হতে ভয় পাই না। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে আমরা কৃষ্ণভাবনাময় হব। সুতরাং গাভী, বাছুর, যারা কৃষ্ণভাবনাময়......তোমরা শ্রীকৃষ্ণের ছবিতে দেখেছ? হ্যাঁ, এটা তবু ভালো যে আমরা শ্রীকৃষ্ণের পশু হব। (হাসি) তাই এখানে কোন সমস্যা নেই। এমনকি যদি আমরা শ্রীকৃষ্ণের পশুও হই, তাও অনেক ভালো, এটা কোন সাধারণ ব্যাপার নয়।"
৭৪০৬২৬ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০২.০১.০১-৫ - মেলবোর্ন