BN/741109 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে: Difference between revisions

(No difference)

Revision as of 13:11, 17 July 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমরা জিবাত,মারা হচ্ছি নিত্য। ন হন্যতে হন্যমানে শরীরে (শ্রীমদ্ভাগদ্গীতা ২.২০)। আমরা মৃত্যু বরণ করিনা। ন ছায়তে ন মৃয়তে বা। আমরা জন্মগ্রহণও করিনা, আর মৃত্যুবরণও করিনা, আমরা শুধুমাত্র দেহটা পরিবর্তন করি। বাসাংসি জীর্ণানি যথা বিহায় (শ্রীমদ্ভাগবদ্গীতা ২.২২)। আমরা যেমন পুরাতন জামা, শার্ট বা কোট পরিবর্তন করি, ঠিক একই ভাবে যখন এই দেহটি বৃদ্ধ হয়ে যায় আর ব্যবহার করা যায় না, তখন আমরা এটি পরিবর্তন করে আরেকটি দেহ ধারণ করি। তথা দেহান্তর প্রাপ্তি (শ্রীমদ্ভাগদ্গীতা ২.১৩)। এটিই হচ্ছে প্রকৃত জ্ঞান।"
৭৪১১০৯ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০৩.২৫.০৯ - বোম্বে