BN/741202 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে: Difference between revisions

(No difference)

Revision as of 11:51, 20 July 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীকৃষ্ণের কাছে ভক্তি ছাড়া অন্য কিছু চাওয়াটা হচ্ছে বোকামী, মূর্খতা। আমার গুরুমহারাজ প্রায়ই একটা উদাহরণ দিতেনঃ'ধর তুমি একজন ধনী ব্যক্তির কাছে গিয়েছ এবং তিনি তোমাকে বললেন এখন তোমার যা পছন্দ আমার কাছে তা চাইতে পার, আমি তোমাকে তা দিব। তখন তুমি তাকে বললে যে 'আমাকে এক চিমটি ছাই দিন।' এটা কি খুব বুদ্ধিমানের কাজ? এরকম আরেকটি গল্প আছে...। মনে হয় শাপের গল্প বা অন্য কোথাও যে একটি বনে একজন বৃদ্ধ মহিলা ছিল। সে একটি বড় শুকনো কাঠের বোঝাটি মাথায় বহন করছিল। কোনভাবে সেই বোঝাটি পড়ে গেল। সেটি খুব ভারী ছিল। তখন সে খুব বিরক্ত অনুভব করল,'কে আমাকে এই বোঝাটি মাথায় তুলে দিতে সাহায্য করবে?' তাই সে ভগবানকে ডাকতে আরম্ভ করল, হে ভগবান আমাকে সাহায্য কর।' তখন ভগবান আসলেনঃ'তুমি কি চাও?' 'দয়া করে এই বোঝাটি আমার মাথায় তুলে দিতে সাহায্য কর।' (হাসি) দেখ ভগবান এসেছেন তাকে বড় দেয়ার জন্য, আর সে চাইল 'বোঝাটি আবার আমার মাথায় তুলে দিন।"
৭৪১২০২ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০৩.২৫.৩২ - বোম্বে