BN/750628 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ডেনভার: Difference between revisions

(No difference)

Revision as of 11:18, 8 August 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তারা বুঝতে পারেনা যে এই জড়জাগতিক জীবন সর্বদাই দুঃখ দুর্দশাপূর্ণ। তারা ভাবে 'এটা খুব সুন্দর'। পশু, পশুর মতো......ঠিক যেমন কসাইখানা পশুর গুদাম, সেখানে অসংখ্য পশু থাকে যাদেরকে কিছুক্ষণের মধ্যেই হত্যা করা হবে। প্রত্যেকেই তা জানে। এমনকি পশুরাও জানে কিন্তু তাদের পশু স্বভাবের কারণে তারা কিছুই করতে পারে না। একইভাবে আমাদেরকে এই জড়জগৎ রূপ কসাইখানায় ভরে রাখা হয়েছে। এটাকে বলা হয় মৃত্যুলোক। প্রত্যেকেই জানে যে সে বধ হতে যাচ্ছে। আজ অথবা ফলে কিংবা ৫০ বছর অথবা ১০০ বছর পরে। প্রত্যেকেই জানে যে তাঁকে হত্যা করা হবে। সে মারা যাবে; মৃত্যু মানে হত্যা। কেউ মরতে চায় না। কিন্তু তাদেরকে জড় করে মারা করা হয়। এটাকে বলে হত্যা।"
৭৫০৬২৮ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০৬.০১.১৫ - ডেনভার