BN/750704 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু শিকাগো: Difference between revisions

(No difference)

Revision as of 12:57, 8 August 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"মানব সভ্যতাকে চতুর্থ শ্রেণীর মানুষ থেকে প্রথম শ্রেণীর মানুষে উন্নীত হওয়া প্রয়োজন। এটি হচ্ছে মানব সভ্যতা। কিন্তু প্রথম শ্রেণীর মানুষ কারা, সেই সম্বন্ধে কোন ধারণাই নেই। প্রত্যেকেই মদ্যপায়ী। প্রত্যেকেই অবৈধ যৌন শিকারী, প্রত্যেকেই জুয়াড়ি আর প্রত্যেকেই মাংসাহারী। প্রথম শ্রেণীর মানুষ কোথায়? প্রথম শ্রেণীর মানুষ কোথায়? প্রথম শ্রেণীর কোন মানুষ নেই। সবাই চতুর্থ শ্রেণীর। আর তারা প্রত্যেক বছর কিভাবে নতুন নতুন মডেলের গাড়ি আর গগনচুম্বী অট্টালিকা তৈরি করা যায় এই বিষয়ে প্রশিক্ষিত হচ্ছে। এই কি সভ্যতার এটা সভ্যতা নয়। তুমি প্রযুক্তি বিদ্যায় উন্নত হতে পার। তো প্রযুক্তি বিদ্যা মানে প্রযুক্তিবিদ। ধর একজন মানুষ জানে যে কি করে বিদ্যুৎ নিয়ে কাজ করতে হয় এবং আর কিছু। আর অর্থ কি এই বোঝায় যে সে জ্ঞানী বা পণ্ডিত? না। বিদ্বান বা প্রথম শ্রেণীর মানুষ সম্পর্কে ভগবদগীতায় বলা হয়েছেঃ শমো দমস্তপঃ শৌচং ক্ষান্তিরার্জবমেব চ, জ্ঞানং বিজ্ঞানমাস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজমৃ (শ্রীমদ্ভাগবদ্গীতা ১৮.৪২)। এরা হচ্ছে প্রথম শ্রেণীর মানুষ। এখানে কোন প্রযুক্তিবিদ বা মোটর মিস্ত্রির কথা উল্লেখ করা হয়নি (হাসি)। সুতরাং তোমরা ভুল পথে পরিচালিত হচ্ছো। যার কারণে তোমরা এই সমস্যা, সেই অপরাধ, কি করব, কেন করব- এগুলোর সম্মুখীন হচ্ছো।"
৭৫০৭০৪ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০৬.০১.২০ - শিকাগো