BN/750711 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ফিলাডেলফিয়া: Difference between revisions

(No difference)

Revision as of 12:54, 15 August 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"জীবসত্ত্বা, চিন্ময় আত্মা প্রকৃতিগতভাবেই সুখী। হতাশার কোন প্রশ্নই নেই। তোমরা যেকোনো জায়গায় শ্রীকৃষ্ণের ছবি দেখতে পার, দেখবে তিনি সুখী, আনন্দময়। গোপীরা সুখী, রাখাল বালকরা সুখী, শ্রীকৃষ্ণ সুখী, শুধুই সুখময়। হতাশা কোথায়? তাই তোমরাও এই স্তরে আসো। তাঁর সঙ্গে নিত্য কর। শ্রীকৃষ্ণের সাথে আহার কর। আর সেই বার্তাই আমরা দিচ্ছি। নৈরাশ্যের প্রশ্ন কোথায়? শ্রীকৃষ্ণের কাছে আসো। তাই শ্রীকৃষ্ণ যে বৃন্দাবনে কত সুখী, সেটা দেখানর জন্যই তিনি স্বয়ং অবতরণ করেন। তিনি আহবান করছেন, 'আমার কাছে আসো'। সর্বধর্মান্ পরিত্যাজ্য মামেকং স্মরণং ব্রজ (শ্রীমদ্ভাগবদ্গীতা ১৮.৬৬): 'তুমি শুধু আমার কাছে আসো। আমি তোমাকে সমস্ত আনন্দ প্রদান করব।' কিন্তু আমরা যাচ্ছি না। কাজেই এটা শ্রীকৃষ্ণ বা তাঁর সেবকের দোষ নয়। যে এই স্তরে আসবে না, এটা তার দোষ। আমরা সর্বত্র ঘোষণা করছি যে, 'কৃষ্ণভাবনাময় হও এবং সুখী হও।"
৭৫০৭১১- প্রবচন মন্দিরে প্রত্যাবর্তন - ফিলাডেলফিয়া