BN/750805 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ডেট্রয়েট: Difference between revisions

(No difference)

Revision as of 13:41, 20 August 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এটি খুবই গোপনীয় বিজ্ঞান, যে তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে তোমার মুক্তি লাভের পথ পরিষ্কার করতে হবে। তখন অন্য জিনিসগুলো নিয়ন্ত্রিত হয়ে যাবে। সোজাসুজি একই রেখায় জিভ, তারপর পেট এরপর উপস্থ অবস্থিত। তাই আমাদের সংস্থায় আমরা জিহ্বাকে সীমাবদ্ধ করেছিঃ 'মাংসাহার করোনা, নেশাগ্রহণ করোনা'। এরপর একই রেখায়, 'উপস্থের উন্মুক্ত ব্যবহার নয়, অবৈধ যৌন সঙ্গ নয়'। যদি তুমি জড়জাগতিক জটিলতা থেকে মুক্ত হতে চাও তাহলে এই বিষয়গুলো আবশ্যক। একে বলে তপস্যা। মনুষ্য জীবন তপস্যা করার জন্য। কুকুর, বিড়াল, শুকরের মতো বেঁচে থাকার জন্য নয়। এটা মনুষ্য জীবন।"
৭৫০৮০৫ - শ্রীমদ্ভাগবত প্রবচন ০৬.০১.৫২ - ডেট্রয়েট