BN/751005 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মরিশাস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 14:04, 24 August 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ধর্ম দুষ্কৃতিন বা অসুরদের দ্বারা উপদ্রুত হয়। আর যারা সাধু, তারা ধর্মকে কার্যকর করেন। তাই পরিত্রানায় সাধুনাম। সাধু মানে ধার্মিক ব্যক্তি, ভগবানের ভক্ত। তারা সাধু। আর অসাধু বা অসুর হচ্ছে কর্তৃত্বকে অস্বীকার করে। তাদেরকে বলে অসুর। সুতরাং দুটো উদ্দেশ্য-পরিত্রানায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতামঃ 'অসুরদের কর্মকাণ্ড হ্রাস করা আর সাধু ব্যক্তিদের রক্ষা করার জন্য আমি অবতীর্ণ হই'। ধর্ম-সংস্থান....আর ধর্ম সংস্থাপন, ধর্মীয় রীতিনীতি, এই হচ্ছে তিনটি উদ্দেশ্য যার জন্য শ্রীকৃষ্ণ বা ভগবান বা ভগবানের প্রতিনিধি-অথবাজাকে তোমরা বল ভগবানের পুত্র-তাঁরা অবতীর্ণ হন। এটিই চলছে।"
৭৫১০০৫ - শ্রীমদ্ভাগবত প্রবচন ০১.০২.০৬ - মরিশাস্‌