BN/670104 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক: Difference between revisions

(No difference)

Revision as of 08:39, 11 February 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই গোপ বালকেরা, তাঁদের হাতে একটি করে ছড়ি থাকে, বেত্র। আর সবার হাতে একটি করে বাঁশীও আছে। বেত্র বেনু দল। আর থাকে একটি করে পদ্মফুল ও একটি শিঙা, ভেঁপু। শিঙা বস্ত্র, আর খুব সুন্দর সবার সাজ। অলংকার দিয়ে পূর্ণ। ঠিক যেরকম কৃষ্ণ সুন্দরভাবে সজ্জিত, তাঁর বন্ধুরাও, গোপবালকেরাও খুব সুন্দর সাজে সজ্জিত। তুমি যদি আধ্যাত্মিক জগতে যাও তাহলে তুমি বুঝতে পারবেনা যে কে কৃষ্ণ আর কে কৃষ্ণ নয়। সবাইকে কৃষ্ণের মতোই লাগে।"
670104 - প্রবচন CC Madhya 21.13-48 - নিউ ইয়র্ক