BN/700109 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 05:15, 17 February 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তপস্যা এবং অন্যান্য পন্থা যেমন ইন্দ্রিয় সংযম, মন নিয়ন্ত্রণ, বৈরাগ্য ইত্যাদি অনেক প্রয়োজনীয় কিছু যা আমরা এর আগেই আলোচনা করেছি - এসবের মধ্য দিয়ে যাওয়া সত্ত্বেও যদি আমরা আমাদেরুন্নত করার চেষ্টা না করি, আমরা যদি পশু প্রবৃত্তির মধ্যেই থেকে যাই, তাহলে আমরা পশুই রয়ে যাব। ঠিক যেমন তুমি যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়ে ভর্তি হও, কিন্তু সেখানে প্রদত্ত শিক্ষার কোন সুবিধা গ্রহণ না কর, ভর্তির সময়ে যে অবস্থায় ছিলে সেখানেই থেকে যাও, তাহলে সেখান থেকে তুমি কিছুই গ্রহণ করলে না, তুমি মূর্খ, অশিক্ষিত বা অজ্ঞানই রয়ে গেলে। ঠিক তেমনই যদি এই মানব জীবনে পূর্বতন আচার্য, মুনি-ঋষিগণ বা পরমেশ্বর ভগবান প্রদত্ত জ্ঞানের সুবিধা কাজে না লাগাও, তাহলে এটি ঠিক সেই শিক্ষাজীবনে প্রবেশ করে সেখানকার শিক্ষার সুবিধা গ্রহণ না করার মতোই হয়ে গেল এবং পরিণামে চরম পরীক্ষায় তুমি ব্যর্থ হবে।
৭০০১০৯ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৬/১/১৫ - লস্‌ এঞ্জেলেস্‌