BN/700622 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 06:48, 17 February 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই অপলক নেত্রের দ্বারা তাঁকে দেখবার চেষ্টা কর - 'শ্রীকৃষ্ণ কোথায়'? এইতো শ্রীকৃষ্ণ তোমার হৃদয়ে ...। ঈশ্বর সর্বভূতানাম্‌ (গীতা ১৮/৬১). তিনি পরমাণুর মধ্যেও রয়েছেন, তিনি সর্বত্র বিরাজিত। সেবার মাধ্যমে আমরা তা উপলব্ধি করতে পারি। অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ্‌ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ (চৈতন্য চরিতামৃত মধ্য ১৭.১৩৬)। যদি আমরা শ্রীকৃষ্ণকে আমাদের এই জড় ইন্দ্রিয়গুলো দিয়ে দেখতে চাই, স্পর্শ করতে চাই, তা সম্ভব নয়। এই ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করতে হবে। তা কীভাবে সম্ভব? সেবোন্মুখে হি জিহবাদৌঃ সেবা। কোত্থেকে এই সেবা শুরু হয়? জিহবাদৌ, জিহ্বা থেকে। এই সেবা জিহ্বার মাধ্যমে শুরু হয়। তুমি জপ কর। তাই আমরা জপের জন্য তোমাদের মালা দিচ্ছি। সেটিই হচ্ছে সেবার সূচনাঃ জপ কীর্তন করা। যদি তুমি কীর্তন কর, তাহলে স্বয়মেব স্ফুরত্যদঃ। শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার মাধ্যমে তুমি শ্রীকৃষ্ণের রূপ উপলব্ধি করতে পারবে, শ্রীকৃষ্ণের গুণ উপলব্ধি করবে, শ্রীকৃষ্ণের লীলা, তাঁর সর্বশক্তিমত্তা বুঝতে সক্ষম হবে। সবকিছুই প্রকাশিত হবে।"
৭০০৬২২ - দীক্ষা প্রবচন - লস্‌ এঞ্জেলেস্‌