BN/701107 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে: Difference between revisions

(No difference)

Revision as of 07:32, 18 February 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমাদের সেই পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে যে কীভাবে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারি এবং আমাদের শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে পারি। তারপর মা, বন্ধু অথবা অন্যান্য কিছুর প্রশ্ন ... তা পরের কথা। সবার প্রথমে আমাদের সবাইকে ভগবদ্ধামে ফিরতে হবে। সেটিই হচ্ছে প্রথম শর্ত, সর্বধর্মান্‌ পরিত্যাজ্য মামেকম্‌ শরণম্‌ (গীতা ১৮/৬৬), যে ' সব ধরণের অন্যান্য তথাকথিত ধর্ম ছেড়ে তুমি আমার শরণাগত হও। তাহলে আমি তোমার দায়িত্ব গ্রহণ করব।' অহম্‌ ত্বাম্‌ মোক্ষস্যািয়মি। মোক্ষ বা মুক্তি রয়েছে ভগবানের ভক্তের জন্য মুক্তি রয়েছে। তিনিই তা করবেন। তিনিই সেই দায়িত্ব নেবেন।"
৭০১১০৭ - কথোপকথন - বোম্বে