BN/701220 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সুরাট: Difference between revisions
(Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭০ Categor...") |
(No difference)
|
Revision as of 10:03, 18 February 2021
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তোমাদের দেশে হয়তো অনেক ভাল ভাল ওষুধের দোকান থাকতে পারে, যেমনটা তোমাদের দেশে রয়েছে, কিন্তু তবুও তোমাকে রোগ ভোগ করতেই হবে। জন্মনিয়ন্ত্রণের জন্য তোমাদের হয়তো হাজারো গর্ভনিরোধক থাকতে পারে, কিন্তু তবু জনসংখ্যা বেড়েই চলেছে। যখনই মৃত্যু আছে, যখনই তোমাকে দেহ ধারণ করতে হচ্ছে, জন্ম-মৃত্যু-জরা-ব্যাধি (গীতা ১৩/৯)। ভগবদগীতায় সবকিছু স্পষ্ট করে বলা হয়েছে যে, যে কোন বুদ্ধিমান মানুষই এই কথা ভাববে যে "আমরা হয়তো আমাদের জীবনের সব সমস্যার সমাধান করতে পেরেছি, কিন্তু এই চারটি সমস্যার সমাধান সম্ভব নয়। তা সম্ভব নয়। জন্ম-মৃত্যু-জরা-ব্যাধিঃ জন্মের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা, বৃদ্ধাবস্থার যন্ত্রণা এবং রোগশোকের যন্ত্রণা। এগুলো বন্ধ করা যাবে না। এইগুলি কেবল তখনই বন্ধ করা যায়, যখন তুমি কৃষ্ণভাবনাময় হয়ে ভগবানের ধামে ফিরে যাবে। ব্যাস্। আর নয়তো তা সম্ভব নয়।" |
৭০১২২০ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৬/১/৩৮ - সুরাট |