BN/670122 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো: Difference between revisions

(No difference)

Revision as of 08:01, 9 March 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সম্পূর্ণ ব্যাপারটি হচ্ছে এইরকম যে, তোমাকে ধ্যান করতে হবে। ধ্যান বলতে, তোমাকে হঠ্ যোগ অনুশীলন করতে হবে। এই হঠ্ যোগ হচ্ছে তাদের জন্য যারা শরীরের প্রতি খুব আসক্ত। যাদের খুব অদম্য বিশ্বাস যে, "আমি হচ্ছি আমার এই শরীর", তাদের জন্য, এইসব মূর্খ ব্যক্তিদের পরামর্শ দেওয়া হয় যে,"আপনি অনুশীলন করুন ও দেখুন আপনার ভিতরে কি আছে।" ধ্যান। কিন্তু যিনি একথা জানেন যে, " আমি এই শরীর নই।" তিনি তৎক্ষণাৎ আরো এগিয়ে যান,"আমি এই শরীর না, আমি হচ্ছি বিশুদ্ধ আত্মা এবং আমি পরমেশ্বর ভগবানের অপরিহার্য অংশ। সুতরাং আমার কর্তব্য হচ্ছে পরমেশ্বরের সেবা করা।" এটা খুবই সরল সত্য।"
৬৭০১২২ - প্রবচন শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা ২৫.৩১-৩৮ - সান ফ্রান্সিস্কো