BN/670217b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো: Difference between revisions

(No difference)

Revision as of 08:08, 15 March 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কৃষ্ণভাবনা একটি কোনো কৃত্তিম বস্তু নয়। এটা এমন নয় যে আমরা নিজস্ব কোনো মনগড়া ধারণা তৈরী করে নিজেদের কৃষ্ণভাবনাময় বলে প্রচার করছি। এটা এইরকম একদমই নয়। ঠিক যেমন দেশের একজন বাধ্য নাগরিক,যিনি রাষ্ট্রের আধিপত্য বা কর্তৃত্ত্বের ব্যাপারে সচেতন থাকেন, ঠিক সেইভাবে, একজন ব্যক্তি যিনি সবসময় ভগবানের বা কৃষ্ণের সর্বশ্রেষ্ঠত্বের ব্যাপারে অবগত থাকেন ,তাঁকে কৃষ্ণভাবনাময় বলা হয়। তিনিই কৃষ্ণভাবনাময়। কেউ প্রশ্ন করতে পারে , "আমাদের কেন কৃষ্ণভাবনাময় হওয়া উচিত?" যদি তোমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত না হউ তাহলে তোমরা সবাই অপরাধী হয়ে যাবে। তোমরা পাপাসক্ত হয়ে পরবে। ফলস্বরূপ তোমাদের দুঃখ ভোগ করতে হবে। প্রকৃতির নিয়ম এতটাই দৃঢ় যে যতক্ষণ না তুমি দুঃখ ভোগ করছো, ততক্ষণ তোমাকে ছাড়া হবেনা।"

৬৭০২১৭ - প্রবচন শ্রীচৈতন্য চরিতামৃত আদিলীলা ০৭.১০৬-১০৭ - সান ফ্রান্সিস্কো