BN/670223b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো: Difference between revisions

(No difference)

Revision as of 07:52, 17 March 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যদি তুমি আমার একটি ছবি নিয়ে আমার আসনটিতে রেখে দাও, তখন আমার অনুপস্থিতিতে ওই ছবিটি কাজ করতে পারবেনা, কারণ ওটি জড় বস্তু। কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে তাঁর ছবি, তাঁর মূর্তি, তাঁর সঙ্গে সম্পর্কিত যে কোনো কিছুই তাঁরই মতো কার্য করতে সক্ষম। কারণ তিনি চিন্ময়। সুতরাং আমাদের এটি মনে রাখা উচিত যে যখনি আমরা হরে কৃষ্ণ জপ করি, কৃষ্ণ তৎক্ষণাৎ সেখানে উপস্থিত থাকেন। যদিও কৃষ্ণ পূর্ব থেকেই বর্তমান থাকেন কিন্তু আমাদের এটি জেনে রাখা উচিত যে কৃষ্ণ ওই শব্দ তরঙ্গের মাধ্যমে উপস্থিত থাকেন. সুতরাং, অঙ্গানি যস্য। স ঈক্ষনাশ্চক্রে। সুতরাং তাঁর দৃষ্টিপাত,তাঁর উপস্থিতি, তাঁর কার্যকলাপ সবই চিন্ময়।শ্রীমদ্ভগবদগীতায় বলা হয়েছে যে, জন্ম কর্ম চ মে দিব্যমেবং যে বেত্তি তত্ত্বতঃ (শ্রীমদ্ভগবদগীতা ৪.৯)। কেউ যদি আমার জন্ম, আমার আবির্ভাব ও তিরোভাব, আমার কীর্তিকলাপের পরম দিব্য প্রকৃতি সম্পর্কে বোঝতে পারে, ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি, "উনি তৎক্ষণাৎ মুক্ত হন"।

৬৭০২২৩ - প্রবচন শ্রীচৈতন্য চরিতামৃত আদিলীলা ০৭.১১৩-১৭ - সান ফ্রান্সিস্কো