BN/670310 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো: Difference between revisions

(No difference)

Revision as of 08:29, 18 March 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"অত্রৈব মৃগ্য পুরুষ নেতি নেতি। তোমাকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করতে হবে কোনটা আত্মা আর কোনটা আত্মা নয়। এর জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন। ঠিক যেমন সেদিন তোমাদেরকে বর্ণনা করছিলাম যে যদি তুমি নিজেকে নিয়ে চিন্তা করো,নিজের উপর ধ্যান করো, যে "আমি কি আমার হাত? না আমার পা? এই চোখ দুটি আমি? না এই কানদুটি?" তখন তুমি বলবে যে, " না, না, না,এই হাত দুইটি বা পা দুইটি আমি নই।" তুমি বুঝতে পারবে। ধ্যানের মাধ্যমে তুমি বুঝতে পারবে। কিন্তু যখন সঠিক চেতনায় অধিষ্ঠিত থাকবে, তখনই তুমি বোঝবে, "প্রকৃতপক্ষে আমি হচ্ছি এইরকম।" এটাকে বলে ধ্যান। ধ্যান মানে হচ্ছে নিজের বিশ্লেষণাত্মক অধ্যয়ন।"
৬৭০৩১০ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৭.২২-২৬ - সান ফ্রান্সিস্কো