BN/670315 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো: Difference between revisions

(No difference)

Revision as of 06:36, 19 March 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই কলিযুগে ভগবান অবতরণ করেছেন। ভগবানের সেই অবতার কেমন? এই যুগে তাঁর তৃষা অকৃষ্ণম্. তাঁর দেহের রং কালো নয়। যদিও কৃষ্ণের গাত্রবর্ণ কালো, আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। আর তিনি কি করেন? কৃষ্ণ বর্ণম। তিনি সবসময় কীর্তন করছেন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে... বর্ণায়তি। কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম আর সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম ( শ্রীমদ্ভগবত ১১.০৫.৩২)। তিনি সবসময় পার্ষদ দ্বারা পরিবেষ্টিত। তুমি চৈতন্য মহাপ্রভুর ছবিতে দেখতে পাবে,আরো চারজন পার্ষদ তাঁর সঙ্গে থাকেন। এই ছবিতেও তুমি দেখো, উনি পার্ষদাবৃত। সুতরাং,তুমি এই ছবিটি অথবা এই রূপটি তোমার সম্মুখে রেখে শুধু কীর্তন অথবা নৃত্য করে যাও। এটাই আরাধনা।"
৬৭০৩১৫ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৭.২৯-৩১ - সান ফ্রান্সিস্কো