BN/670317 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো: Difference between revisions

(No difference)

Revision as of 04:14, 24 March 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যদি কেউ একজন সদগুরুর তত্ত্বাবধানে, পূর্ণ কৃষ্ণভাবনাময় হয়ে ভক্তিমূলক সেবা চালিয়ে যান, তবে ধীরে ধীরে তাঁর রতি জাগ্রত হয়। রতি মানে হচ্ছে ভগবানের সঙ্গে প্রেমের সম্বন্ধ বা আসক্তি। এখন আমরা জড় বস্তুর প্রতি আসক্ত। গতিকে, ভক্তিতে আমরা যতই অগ্রসর হব, ততই ধীরে ধীরে আমরা জড় আসক্তিমুক্ত হব ও ভগবানের প্রতি পূর্ণ আসক্তির স্তরে এসে পৌঁছাবো। এই আসক্তির ব্যাপারটা আমাদের স্বাভাবিক প্রবৃত্তি। আমি কখনও আসক্তিমুক্ত হতে পারবনা। আমি হয় জড় বিষয়ে আসক্ত হব, নয়ত চিন্ময় বিষয়ে আসক্ত হব। যদি আমি চিন্ময় বিষয়ে আসক্ত না হই তখন আমি নিশ্চিতরূপে জড় বিষয়ে আসক্ত হব। আর যদি আমি চিন্ময় বিষয়ে আসক্ত থাকি তখন জড়াসক্তি থাকেনা। এটিই হচ্ছে পন্থা।"
৬৭০৩১৭ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৭. ৩২-৩৫ - সান ফ্রান্সিস্কো