BN/670313b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো: Difference between revisions

(No difference)

Revision as of 04:30, 24 March 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং তুমি যদি কেবল এই চেতনায় আবিষ্ট থাক যে, " আমি হচ্ছি পরমেশ্বরের একজন নিত্য দাস এবং আমার কাজ হচ্ছে তাঁকে সেবা করা.. " কৃষ্ণ বা ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হলে সেখানে অন্য সেবা থাকবে। ঠিক যেমন আমরা কৃষ্ণভাবনামৃত প্রচার করার মাধ্যমে সেবা দিচ্ছি। আমরা কেন প্রচার করছি? এটা কোনো ব্যবসায় নয়। কিন্তু যেহেতু আমরা কৃষ্ণের সাথে বা ভগবানের সাথে আমাদের সম্পর্ক প্রতিষ্টা করেছি, তাই আমরা এর প্রচার করতে চাই। এটা এরকম নয় যে কৃষ্ণভাবনাময় ভক্ত জড়জগৎ থেকে নির্লিপ্ত থাকবে। তা নয়, কিন্তু তার ক্রিয়াকলাপ ভিন্ন প্রকৃতির হবে। তিনি এমন কোনো কাজে লিপ্ত হবেন না যা উদ্বেগ সৃষ্টি করে। আমরা এখানে কৃষ্ণভাবনার প্রচার করছি, এটা কোনো ব্যবসায় নয়। তোমাদের থেকে আমরা কিছু চাইনা। কিন্তু যদি তোমরা এটা গ্রহণ করো, তাহলে আমাদের অভিযান আরও সুন্দর হবে।"

৬৭০৩১৩ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৭.২৫-২৮ - সান ফ্রান্সিস্কো