BN/670322b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো: Difference between revisions

(No difference)

Revision as of 07:32, 25 March 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আগুন এক জায়গায় অবস্থান করলেও তার প্রকাশ বিভিন্ন দিকে ব্যাপ্ত থাকে। আগুন খুব উজ্জ্বল ও একস্থানে থেকেও নিজস্ব তাপ বিতরণ করে। তদ্রূপ, পরমেশ্বর ভগবান অনেক, অনেক দূরে অবস্থান করেন। কিন্তু তা সত্ত্বেও তিনি তাঁর শক্তির মাধ্যমে এখানেও উপস্থিত আছেন। ঠিক যেমন, সূর্যকিরণ। সূর্য যদিও আমাদের থেকে বহু বহু দূরে অবস্থিত কিন্তু তিনি তাঁর কিরণের মাধ্যমে আমাদের সম্মুখে অবস্থান করেন। যার জন্য আমরা সূর্য সম্পর্কে জানতে পারি। ঠিক সেইভাবে, যদি তুমি পরমেশ্বরের শক্তি সম্বন্ধে অধ্যয়ন কর তখন তুমি সঠিক ভাবে চেতনায় থাকবে বা কৃষ্ণভাবনাময় হবে। সুতরাং যদি তুমি নিজেকে পরমেশ্বরের শক্তির সঙ্গে যুক্ত কর তখন তুমি কৃষ্ণচেতনাময় হবে। আর কৃষ্ণভাবনাময় হওয়ার সাথে সাথেই তুমি অবিচ্ছিন্ন হয়ে পড়বে। তুমি তাঁর থেকে অবিচ্ছিন্ন হয়ে পড়বে।"
৬৭০৩২২ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৭.৪৬ - সান ফ্রান্সিস্কো