BN/670326 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো: Difference between revisions

(No difference)

Revision as of 09:42, 25 March 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যদি তুমি আমাকে জানতে চাও, অথবা আমার সম্বন্ধে কিছু জানতে চাও, তাহলে তুমি তোমার কোনো একজন বন্ধুকে জিজ্ঞাস করতে পারো, " ওহে, এই স্বামীজী কিরকম?"সেই বন্ধুটি আমার ব্যাপারে কিছু বলবে অথবা অন্যেরাও কিছু বলতে পারে। কিন্তু যখন আমি নিজে তোমাকে বলব যে, "আমি এইরকম, আমার পদ হচ্ছে এই।" তখন তা হবে পূর্ণ। তুমি যদি পূর্ণ পুরুষোত্তম ভগবানকে জানতে চাও, তাহলে তা মানসিক জল্পনা বা ধ্যানের দ্বারা সম্ভব নয়। এটা এইজন্য সম্ভব নয় কারণ তোমার ইন্দ্রিয়গুলি অপূর্ণ। তাহলে তাঁকে জানার উপায় কি? উপায় হচ্ছে তাঁর থেকে শ্রবণ করা। এইজন্য তিনি দয়া করে ভগবদ্গীতা বলার জন্য এসেছিলেন। শ্রোতব্যঃ: "শুধুমাত্র শ্রবণ করার চেষ্টা কর।" শ্রোতব্যঃ এবং কীর্তিতভ্যশ্চ। যদি তুমি ভক্ত সঙ্গে আধ্যাত্মিক কথা শ্রবণ কর আর বাইরে এসে সব ভুলে যাও, ওহ, তাহলে তাতে কিছু লাভ হবেনা। তাতে তোমার উন্নতিসাধন হবেনা। তাহলে কি করা প্রয়োজন? কীর্তিতভ্যশ্চ:"তুমি যা কিছু শ্রবণ করছ, তা অন্যদের কাছে বলা উচিত।" তাহলে এটা পরিপূর্ণ হবে।"

৬৭০৩২৬ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০২.১২-১৪ এবং জগন্নাথ বিগ্রহের প্রতিষ্ঠা অনুষ্ঠান - সান ফ্রান্সিস্কো