BN/670327b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো: Difference between revisions

(No difference)

Revision as of 07:39, 1 April 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং বর্তমানের আমার কার্যকলাপের অর্থ হচ্ছে ভবিষ্যতের জন্য আর একটি ছবি প্রস্তুত করা। ঠিক যেমন অতীতের কর্মফলে আমি বর্তমানের শরীরটি তৈরী করেছি। ঠিক তেমনি বর্তমানে আমার যে কার্যাবলী, তার দ্বারা আমি পরবর্তী শরীরটি প্রস্তুত করছি। এভাবেই আত্মার দেহান্তর প্রক্রিয়া চলছে। কিন্তু যদি তুমি এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ কর, তাহলে, কর্মবন্ধন নিবন্ধনম ছিন্দন্তি। এই যে একের পর এক গ্রন্থি, এটা ছিন্ন হবে। সুতরাং এটা যদি এতটাই ফলপ্রসূ হয়, তাহলে শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যে, যদ অনুধ্যাসিনা। শুধুমাত্র এই পন্থাটির অনুসরণ করলে, আমাদের কর্মফলগুলির যে সংযোগ, তা ছিন্ন হয়। ছিন্দন্তি. কোবিদাঃ, যদি কেউ বুদ্ধিমান হন, তস্য কো ন কুর্যাদ কথা রতিম। তাহলে কেন একজন ব্যক্তি নিজেকে কৃষ্ণকথা শ্রবণে নিযুক্ত করবেননা? এটাতে কি সমস্যা থাকতে পারে?"

৬৭০৩২৭ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০২.১৪-১৬ - সান ফ্রান্সিস্কো