BN/670327c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো: Difference between revisions

(No difference)

Revision as of 06:32, 2 April 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীমদ্ভগবদ্গীতায় এটি বলা হয়েছে যে, কৃষ্ণ বা পরমাত্মা তোমার হৃদয়ের অভ্যন্তরে অবস্থান করছেন। এইরকম নয় যে তিনি অনেক অনেক দূরে আছেন। তিনি তোমার ভেতরেই উপবিষ্ট আছেন। তুমি নিজেও তোমার হৃদয়ে অবস্থান করছো আর পরমেশ্বর ভগবানও, পরমাত্মা রূপে ওখানেই বসে আছেন। দুই বন্ধুর মতো তোমরা একসঙ্গে উপবেশন করছ। এটা উপনিষদে বর্ণিত আছে যে, দুই বন্ধু একটি গাছে, দুইটি পাখির মতো বসে অছে। সুতরাং এই শরীরটি হচ্ছে গাছ, আর তুমি তার মধ্যে বসে আছো।"
৬৭০৩২৭ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০২.১৪-১৬ - সান ফ্রান্সিস্কো