BN/670329 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো: Difference between revisions

(No difference)

Revision as of 08:19, 2 April 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"চিন্ময় আত্মা হচ্ছে নিত্য, ন হন্যতে হন্যমানে শরীরে(শ্রীমদ্ভগবদ্গীতা ২.২০)। এই শরীরের বিনাশ হলেও চেতনার বিনাশ হয়না। চেতনা স্হায়ীভাবে থাকে। উপরন্তু যখন চেতনা এক শরীর থেকে আর এক শরীরে স্থানান্তরিত হয়, তখন আমি এই জড় অস্তিত্বের জীবনে পুনরায় ফিরে আসি। শ্রীমদ্ভগবদ্গীতায় এই সম্বন্ধেও বর্ণনা রয়েছে, যং যং বাপি স্মরণ্ ভাবং ত্যাজত্যন্তে কলেবরম্(শ্রীমদ্ভগবদ্গীতা ৮.৬)। মৃত্যুর সময় যদি আমাদের চেতনা বিশুদ্ধ থাকে, তাহলে পরবর্তী জন্মটি আর জড় শরীরে হয়না, তা হয় সম্পূর্ণ চিন্ময়। কিন্তু মৃত্যুর আগমুহুর্তে, শরীর ছাড়ার পূর্বে যদি আমাদের চেতনা শুদ্ধ না থাকে, তাহলে আমাদের আবার জড় দেহ ধারণ করতে হবে। প্রকৃতির অধ্যক্ষতায় এই প্রক্রিয়াটি চলছে।

৬৭০৩২৯ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০২.১৭ - সান ফ্রান্সিস্কো