BN/670329b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো: Difference between revisions
(Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৬৭ Categor...") |
(No difference)
|
Revision as of 06:59, 5 April 2021
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"বিরহ অর্থাৎ বিচ্ছেদ। বিচ্ছেদ। "হে কৃষ্ণ আপনি অত্যন্ত মহৎ, অত্যন্ত কৃপালু ও অতি মনোহর। কিন্তু আমি খুব হতভাগা। এতটাই পাপে পূর্ণ যে আপনাকে দর্শন করতে পারিনা। আপনাকে দেখার কোনো যোগ্যতাই আমার নেই।" সুতরাং এইভাবে যদি কেউ কৃষ্ণ বিরহ অনুভব করে, যে, " কৃষ্ণ আমি তো আপনাকে দর্শন করতে চাই, কিন্তু আমি এতোই অযোগ্য যে আপনাকে দেখতে পাইনা।" এইরকম বিরহ ভাবনা তোমাকে কৃষ্ণ ভাবনায় দৃঢ় হতে সাহায্য করবে। বিচ্ছেদের ভাব। এইরকম নয়, যে ,"আমিতো কৃষ্ণকে দেখেছি।" ব্যাস, তাহলে সবকিছু শেষ। "আমি কৃষ্ণের ব্যাপারে সব কিছু বুঝে গেছি। তো আমার আর কিছুই বাকি নেই।" এইরকম না। উপরন্তু আমাদের নিজের সম্বন্ধে এইরকম মনোভাব রাখা উচিত যে, "আমি কৃষ্ণকে দেখার জন্য অনুপযুক্ত।" এই মনোভাব তোমাকে কৃষ্ণ ভাবনামৃতে সমৃদ্ধ করবে। " |
৬৭০৩২৯ - প্রবচন - সান ফ্রান্সিস্কো |