BN/680309b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো: Difference between revisions

(No difference)

Revision as of 04:41, 25 April 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কৃষ্ণ নামের অর্থ হচ্ছে সর্বাকর্ষক। আর এটি পরমেশ্বরের সবচাইতে পূর্ণ নাম। যদি ভগবান সর্বাকর্ষক না হন, তাহলে তিনি ভগবান হতে পারেন না। এমন নয় যে ভগবান শুধু হিন্দু অথবা খ্রীষ্টানদের, ইহুদি বা মুসলমানদের। ভগবান প্রত্যেকের জন্য, তিনি সর্ব-আকর্ষক। তিনি সমস্ত ঐশ্বর্যের মালিক, তিনি পূর্ণ জ্ঞানময়, তাঁর সৌন্দর্য্য পূর্ণাঙ্গ, বৈরাগ্য ও খ্যাতিতেও তিনি শ্রেষ্ঠ, আর তিনি সর্বশক্তিমান। এইভাবে তিনি হচ্ছেন সর্বাকর্ষক। সুতরাং আমাদের অবশ্যই জানা উচিত যে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি। এটিই হচ্ছে ভগবদ্গীতা যথাযথ গ্রন্থের প্রথম আলোচ্য বিষয়। যদি আমরা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের ব্যাপারে জেনে যাই, তাহলে আমরা সেইমতে কাজ করতে পারবো।"
৬৮০৩০৯ - সাক্ষাৎকার - সান ফ্রান্সিস্কো