BN/Prabhupada 0011 - যে কেউই মানসিকভাবে শ্রীকৃষ্ণের পুজা করতে পারে: Difference between revisions

(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
(No difference)

Latest revision as of 07:03, 4 June 2021



Lecture on BG 4.28 -- Bombay, April 17, 1974

ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে একটি সত্য ঘটনা রয়েছে... সেখানে বর্ণনা করা হয়েছে যে এক মহান ভক্ত ব্রাহ্মণ ছিলেন তিনি একটি চমৎকার সেবা করতে চেয়েছিলেন, মন্দিরে বিগ্রহ অর্চন করা। কিন্তু তার কাছে কোনও অর্থ-কড়ি ছিল না। তিনি এক দিন ভাগবত পাঠে বসেছিলেন, এবং উনি শুনলেন যে মনের দ্বারাও ভগবানের আরাধনা করা যেতে পারে। সুতরাং তিনি এই সুযোগ নিলেন যেহেতু অনেক দিন ধরে তিনি ভাবছিলেন, কীভাবে খুব সুন্দরভাবে শ্রীকৃষ্ণের পূজা করা যায়, কারণ তার কাছে কোনও টাকা ছিল না। তাই যখন তিনি জানতে পারলেন যে শ্রীকৃষ্ণকে মনের দ্বারাও আরাধনা করা যেতে পারে, একদিন গোদাবরী নদীতে স্নান করার পর তিনি একটি গাছের নিচে বসেছিলেন, , আর মনে মনে তিনি অত্যন্ত সুন্দর, বিশাল সিংহাসন বানাতে লাগলেন, রত্নখচিত সেই সিংহাসনে তিনি শ্রীকৃষ্ণকে বসালেন এবং তাঁকে স্নান করাচ্ছিলেন গঙ্গা, যমুনা, গোদাবরী, কাবেরী আর নর্মদার জলে স্নান করাতে লাগলেন। তারপর তিনি শ্রীবিগ্রহকে সুন্দর বস্ত্র পরালেন এবং পুষ্প মালা দিয়ে সাজালেন । তারপর সুন্দরভাবে পরমান্ন বা পায়েস রান্না করলেন । পরমান্নটি খুব গরম হয়ে গিয়েছে কি না, উনি তা দেখতে চাইলেন। কেন না পরমান্ন ঠাণ্ডা খেতে হয়, গরম খাওয়া উচিত নয়। তাই তিনি পরমান্নের মধ্যে আঙ্গুল দিয়ে দেখতে গেলেন আর ওনার আঙ্গুল পুড়ে গেল। তখন তাঁর ধ্যান ভঙ্গ হল, ওখানে কিছুই ছিল না। শুধুমাত্র মনের দ্বারা তিনি এ সব করছিলেন । কিন্তু যখন উনি দেখলেন যে তাঁর আঙ্গুল পুড়ে গেছে তখন উনি আশ্চর্য হলেন। বৈকুন্ঠ থেকে শ্রীনারায়ণও হাসছিলেন। শ্রীলক্ষ্মীদেবী জিজ্ঞেস করলেন "প্রভু, আপনি হাসছেন কেন?" ভগবান বললেন, "আমারএক ভক্ত এমনভাবে অর্চনা করছেন। " "সুতরাং দূতদের পাঠিয়ে তাকে শীঘ্রই এইখানে নিয়ে আসো।" অতএব ভক্তিযোগ এতোই চমৎকার যে যদি আপনার কাছে সুন্দরভাবে বিগ্রহ সেবা করার কোন উপায় নাও থাকে, তথাপি আপনি মনের দ্বারা আরাধনা করতে পারেন, এটি সম্ভব।