BN/690914 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন: Difference between revisions

(No difference)

Revision as of 17:49, 11 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"অবশ এর মানে এই নয় যে, যে কোন ব্যক্তি ভগবান বা তার প্রতিনিধির কাছে এলেই তার পূর্ব জন্মের কর্ম ফল সব ধ্বংস হয় যায়। সেটা কখনো সম্ভব নয়। সবাই তাদের পূর্ব জন্মের পাপ কর্ম তে ভর্তি। এই জড় জগতে মোটামুটি তুমি যাই কার্য করো সবই কম বেশি পাপ কর্ম তে ভর্তি। তো সেই জন্য আমাদের জীবন সব সময়ে পাপ কর্ম তে লিপ্ত। তো যখন তুমি ভগবান শ্রী কৃষ্ণর কাছে সরানাগাতী হও তার সচ্ছ প্রতিনিধির মাধ্যম দিয়ে, এই নয় যে সঙ্গেসঙ্গে তোমার সব পাপকর্ম থেমে যাচ্ছে , কিন্তু যেহেতু তুমি পরামেস্বর ভগবানের কাছে সরানাগাতী গ্রহণ করেছ, তিনি তোমার সব পাপ কর্ম টেনে নিয়েছে। তিনি তোমায় মুক্ত করে। কিন্তু তোমার সচেতন থাকা উচিৎ যে, " আমি আর পাপ কর্ম করবো না "। "
৬৯০৯১৪ - - প্রবচন শ্রীমদ ভগবতম ০৫ .০৫ .০২ - লন্ডন