BN/681025 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল: Difference between revisions

(No difference)

Revision as of 15:42, 15 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমরা এখন জাগতিক চেতনায় আছি, এবং আমাদের এই চেতনা আধ্যাত্মিক বা কৃষ্ণভাবনামৃত চেতনায় করতে হবে। কি কি ধাপ আছে? এটাই বলা হচ্ছে। তার মানে এইভাবে আমরা আত্মা এবং দেহের সম্বন্ধে সঠিক তথ্য জানতে পারি। কিন্তু ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের এই বিশেষ উপহার দিয়েছেন, কিন্তু, সমস্ত কিছু আমরা না বুঝতে পারলেও, বৈদিক সাস্ত্রে যেভাবে উল্লেখ করা আছে, ভগবানের দিব্যনাম জপ করবার মাধ্যমে আমরা নিজেই বুঝতে পারবো এই সহজ পদ্ধতির মাধ্যমে। সেটা ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর বিশেষ উপহার। তিনি বলছেন যদি আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, তাহলে সমস্ত কিছু তোমার কাছে প্রকাশিত হয়ে যাবে।"
৬৮১০২৫ - প্রবচন ভগবদ্গীতা ১৩.০৬-৭ - মন্ট্রিয়াল