BN/681125 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 17:06, 16 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো শ্রীকৃষ্ণ তার বন্ধু অথবা তার ভক্তদের সাথে নরম নয় । কারণ সেই ক্ষমাশীলতা তাদের সাহায্য করবে না । তাদের সাহায্য করবে না। মাঝে মাঝে তাকে খুব শক্ত দেখায়ে তার ভক্তের জন্য , কিন্তু তিনি কঠিন নন। ঠিক যেমন বাবা মাঝে মাঝে একটু বেশি কঠোর হয়ে যায়। সেটা হলো ভালো। সেটা প্রমাণিত হবে, কিভাবে শ্রীকৃষ্ণের কঠিনতা তাদের মুক্তিকে প্রমাণ করবে। শেষে অর্জুন শিকার করবে,' আপনার কৃপার জন্য আমার বিভ্রান্তি এখন চলে গেছে। তো এই ধরণের কঠিনতা তার দ্বারা ভগবানের থেকে তার ভক্তদের জন্য মাঝে মাঝে ভুল বোঝা হয়ে। কারণ আমরা সব সময়ে অভ্যস্ত তৎক্ষণাৎ কিছুর জন্য যা খুব আনন্দদায়ক, কিন্তু মাঝে মাঝে আমরা দেখব যে আমরা সেটা পাচ্ছি না যেটা তৎক্ষণাৎ খুব আনন্দদায়ক। কিন্তু আমাদের হতাশ হলে হবে না। আমাদের শ্রীকৃষ্ণের কাছে ধীর থাকতে হবে। সেটাই ছিল অর্জুনের অবস্থান।"
৬৮১১২৫ - প্রবচন শ্রীমদ ভগবদগীতা ০২ .০১ -১০ - লস্‌ এঞ্জেলেস্‌