BN/720629 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ডিয়েগো: Difference between revisions

(No difference)

Revision as of 15:37, 17 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীভগবানুবাচ। ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি অবতরণ করেন। সংস্কৃত শব্দ অবতার, অবতার মানে যিনি উপর থেকে নিচে আসেন; নিচে আসছেন, নামছেন। কেন তিনি আসেন? পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্ ( শ্রীমদ্ভগবদ্গীতা ০৪/০৮). পুরুষদের দুটি শ্রেণী রয়েছে - একটি হল সাধু এবং অন্যটি দুর্বৃত্ত। সাধু মানে ভগবানের ভক্ত, আর দুর্বৃত্ত মানে সবসময় পাপ কাজ করা। এটুকুই । সুতরাং এই জড় জগতের মধ্যে আপনি যেখানেই যান সেখানে দুটি শ্রেণীর পুরুষ রয়েছে। একটিকে দেবতা বা ভক্ত বলা হয়, এবং অন্যটিকে বলা হয় অভক্ত বা অসুর। তাই কৃষ্ণ আসেন ... তাদের দুজনই আবদ্ধ, একজন দানব হয়ে গেছে এবং একজন হয়ে গেছে ...অবশ্যই, ভক্ত উচ্চতর অবস্থায় আছেন, তিনি বদ্ধ নন; তিনি মুক্ত, এই জীবনেও মুক্ত। তাই কৃষ্ণ নেমে আসেন, তাঁর দুটি ব্যবসা আছে: ভক্তদের পুনরুদ্ধার বা উদ্ধার করা এবং অভক্তদের বিনাশ করা। "
৭২০৬২৯ - প্রবচন শ্রীমদ্ভগবদ্গীতা ০৭/০১- সান ডিয়েগো