BN/680930b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্‌ল: Difference between revisions

(No difference)

Revision as of 00:47, 18 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীকৃষ্ণ এবং গোপী, সম্পর্কটি এতটাই নিবিড় এবং এতটা বিশুদ্ধ ছিল যে শ্রীকৃষ্ণ নিজেই স্বীকার করেছিলেন, 'প্রিয় গোপীগণ, তোমাদের প্রেমময় বিষয়ে তোমাদের প্রতিদান দেওয়া আমার ক্ষমতার মধ্যে নেই'। শ্রীকৃষ্ণ হলেন পরম ভগবান। শ্রীকৃষ্ণ নি:স্ব হয়ে পরেন, যে 'প্রিয় গোপীগণ, তোমাদের ঋণ, যা তোমরা আমাকে ভালবাসার মাধ্যমে সৃষ্টি করেছ শোধ করা আমার পক্ষে সম্ভব নয়।' সুতরাং সেটাই হলো প্রেমের সর্বোচ্চ পরিপূর্ণতা। রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ (শ্রীচৈতন্য মঞ্জুষা)। আমি কেবল ভগবান শ্রীচৈতন্যের মিশন বর্ণনা করছি। তিনি আমাদের নির্দেশ দিচ্ছেন, তাঁর মিশন, যে একমাত্র প্রীতিজনক বস্তু হলেন শ্রীকৃষ্ণ এবং তাঁর ভূমি শ্রীবৃন্দাবন ধাম। এবং তাঁকে ভালবাসার প্রক্রিয়াটিরই একটি উজ্জ্বল উদাহরণ, গোপীগণ। কেউ পৌঁছাতে পারবে না। ভক্তদের বিভিন্ন স্তর রয়েছে, এবং গোপীদের সর্বোচ্চ স্তরে থাকার কথা। আর গোপীদের মধ্যে পরম হলেন শ্রীমতি রাধারানী। অতএব কেউই শ্রীমতি রাধারানীর প্রেমকে অতিক্রম করতে পারে না। "
৬৮০৯৩০ - প্রবচন - সিয়াট্‌ল