BN/681004 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্‌ল: Difference between revisions

(No difference)

Revision as of 01:28, 18 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কৃষ্ণভক্তি রসভাবিতা মতিঃ। মতিঃ মানে বুদ্ধি বা মনের অবস্থা, যে 'আমি শ্রীকৃষ্ণের সেবা করব'। 'তুমি যদি মনের এই অবস্থাটি কোথাও কিনতে পারো, অনুগ্রহ করে অবিলম্বে কিনে নাও।' তারপর পরবর্তী প্রশ্ন হবে, 'ঠিক আছে, আমি কিনব। মূল্য কি? আপনি কি জানেন?' 'হ্যাঁ, আমি জানি মূল্য কি'। 'সেই মূল্য কি?' লৌল্যম, 'শুধু তোমার আগ্রহ, এটুকুই'। লৌল্যম একং মূল্যম। 'আহ, সেটি আমি পেতে পারি।' না। ন জন্মকোটি সুকৃতিভির লভ্যতে (শ্রীচৈতন্য চরিতামৃত মধ্য ৮/৭০)। এই আগ্রহ, শ্রীকৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয়, অনেক, বহু জন্মের পরেও এটি পাওয়া যায় না। তাই যদি তোমার সেই চিন্তার এক চিমটি থাকে, 'আমি কিভাবে শ্রীকৃষ্ণের সেবা করতে পারি?' তোমার অবশ্যই জানা উচিত যে আপনি সবচেয়ে ভাগ্যবান মানুষ। এক চিমটি, লৌল্য, এই উদ্বেগ, 'আমি কিভাবে শ্রীকৃষ্ণের সেবা করতে পারি?' এটা খুব সুন্দর। তখন শ্রীকৃষ্ণ তোমাকে বুদ্ধি দেবেন। "
৬৮১০০৪ - প্রবচন - সিয়াট্‌ল