BN/681021b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্‌ল: Difference between revisions

(No difference)

Revision as of 09:21, 18 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
জয়গোপাল: মায়াদেবী কোন ধরনের জীব?

প্রভুপাদ: তিনি বৈষ্ণবী। তিনি শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত। তবে তিনি একটি প্রশংসাহীন কাজ গ্রহণ করেছেন: শাস্তি দেওয়া। পুলিশ একজন আন্তরিক সরকারি কর্মচারী, কিন্তু সে একটি কাজ গ্রহণ করেছে, কেউ তাকে পছন্দ করে না। (হাসি) যদি কোনো পুলিশ এখানে আসে, সঙ্গে সঙ্গে আপনি বিরক্ত বোধ করবেন। তবে তিনি সরকারের আন্তরিক তবে। এটাই মায়ার অবস্থান। তাঁর কাজ হল সেই দুষ্কৃতীদের শাস্তি দেওয়া যারা এখানে ভোগ করতে এসেছে। (হাসি) দেখেছ? তবে তিনি ভগবানের একজন আন্তরিক দাসী।
জয়গোপাল: এটা কি পদের মতো?
প্রভুপাদ: হ্যাঁ। এটি একটি পদ, প্রশংসাহীন পদ। কেউ ধন্যবাদ দেয় না, সবাই উপহাস করে। দেখছ? কিন্তু তিনি একজন মহান ভক্ত। তিনি সহ্য করেন এবং শাস্তি দেন। এখানেই শেষ। দৈবী হ্যেষা গুণময়ী মম মায়া দূরত্যয়া (শ্রীমদ্ভগবদ্গীতা ৭/১৪)। তিনি শুধু দেখতে চান যে 'তুমি কৃষ্ণ ভাবনাময় হও, আমি তোমাকে ছেড়ে দেবো', এটুকুই। পুলিশের কাজ হল "আপনি আইন মেনে চলা নাগরিক হন; তাহলে তোমার সাথে আমার কোনও সম্পর্ক নেই।

৬৮১০২১ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭/০৯/০৮ - সিয়াট্‌ল