BN/690103 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 04:59, 19 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ভক্ত মানে সে ভগবানের সাথে নিজের সম্বন্ধে অটুট বিশ্বাস রাখে। এবং সেই সম্পর্ক কি? সেই সম্পর্ক প্রেমের ভিত্তিতে। ভক্ত ভগবানকে ভালোবাসে এবং ভগবান ভক্ত কে। সেটাই একমাত্র সম্পর্ক। ব্যাস। তো একজনকে এই সম্পর্ক স্থাপন করতে হবে। ঠিক যেমন অর্জুনের শ্রীকৃষ্ণের সাথে বন্ধুর সম্পর্কে আছে, তেমনি, তুমি ভগবানের সাথে প্রেমিকের সম্পর্কে থাকতে পারো। তুমি ভগবানের সাথে প্রভু বা দাসের সম্পর্কে থাকতে পারো। তুমি ভগবানের সাথে পিতা এবং পুত্রের সম্পর্কে থাকতে পারো। কতরকম সম্পর্ক রয়েছে। এই জগতে যেমন জাগতিক সম্পর্ক আছে, তা হলো ভগবানের সাথে আমাদের পাঁচ রকম সম্পর্কের প্রতিচ্ছবি। কিন্তু আমরা ভুলে গেছি। এই কৃষ্ণভাবনামৃত আমাদের সেই চেতনাকে পুনর্জাগরিত করবার জন্যে। এটা কিছু নতুন নয়। এটা কেবল একজন পাগল ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য। ভগবানকে ভুলে যাওয়া মানে, আমরা অস্বাভাবিক পরিস্থিতিতে আছি, এবং তার সাথে সম্পর্ক থাকা মানে স্বাভাবিক অবস্থায় আছি।
৬৯০১০৩ - প্রবচন ভগবদ্‌গীতা ০৪.০১-৬ - লস্‌ এঞ্জেলেস্‌