BN/690106 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 05:13, 19 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যখনি এবং যেখানেই ধর্ম গ্লানি হবে" ধর্ম কি? ধর্ম গ্লানি মানে যখন ভগবানকে ভালোবাসার অবনতি হবে। ব্যাস। যখন মানুষেরা জাগতিক বস্তুকে ভালোবাসে, তার মানে ধর্মের অবনতি হচ্ছে। এবং যখন মানুষেরা ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে, সেটাই প্রকৃত ধর্ম। সুতরাং শ্রীকৃষ্ণ আসেন, বা শ্রীকৃষ্ণের দাস বা তার প্রতিনিধি আসেন, সবকিছু স্বাভাবিক করে তোলার জন্য। যখন মানুষ ভগবানকে ভুলে যায়, তখন কেউ, ভগবান বা তার প্রতিনিধি আসেন সব সঠিক করবার জন্য। সুতরাং এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন তারই অবতার। তারা ভগবানকে ভালোবাসতে শেখাচ্ছে। আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠানের শিক্ষা দিচ্ছিনা যে "তুমি হিন্দু হও," "তুমি খ্রীষ্টান হও," "তুমি মুসলমান হও"। আমরা শিক্ষা দিচ্ছি, "তোমরা ভগবানকে ভালোবাসার চেষ্টা করো।"
৬৯০১০৬ - প্রবচন ভগবদ্‌গীতা ০৪.০৭-১০ - লস্‌ এঞ্জেলেস্‌