BN/681201b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 16:34, 19 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"প্রশ্ন থাকা উচিত। তা শ্রীমদ্ভগবদ্গীতাতে বলা হয়েছে, তদ্ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া (শ্রীমদ্ভগবদ্গীতা ৪/৩৪)। তোমার সম্পর্ক হল একটি আধ্যাত্মিক গুরুর থেকে সবকিছু জানা, হল তোমার সেগুলো তিনটি জিনিসের সঙ্গে জানা উচিত। সেটা কি? সবার আগে তোমার আত্মসমর্পণ করা উচিত। তোমাকে অবশ্যই আধ্যাত্মিক গুরুকে তোমার চেয়ে বড় হিসাবে গ্রহণ করা উচিত। অন্যথায় একজন আধ্যাত্মিক গুরু গ্রহণ করে কি লাভ? প্রণিপাত। প্রণিপাত মানে আত্মসমর্পণ; এবং পরিপ্রশ্ন, এবং প্রশ্ন করা; এবং সেবা, এবং সেবা করা। দুটি দিক থাকতে হবে, সেবা এবং আত্মসমর্পণ, এবং মাঝখানে অবশ্যই প্রশ্ন থাকতে হবে। অন্যথায় কোন প্রশ্ন ও উত্তর থাকবে না। দুটি জিনিস অবশ্যই থাকতে হবে: সেবা এবং আত্মসমর্পণ। তখন প্রশ্নের উত্তর সুন্দর হয়। "
দীক্ষা এবং দশ অপরাধ - লস্‌ এঞ্জেলেস্‌