BN/690604 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ বৃন্দাবন: Difference between revisions

(No difference)

Revision as of 06:11, 20 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এটা খুব সন্দেহজনক যে এই দেহ আমার, কারণ এই দেহ আমি আমার পিতা এবং মাতার কাছ থেকে পেয়েছি। সুতরাং এটা আমার পিতার মাতার সম্পত্তি হতে পারে। বা যদি আমি চাকর হই, তা আমার প্রভুর সম্পত্তি হতে পারে। বা আমি যদি দাস হই, আমি যদি কোনো রাজ্যের হয়, এই দেহ রাজ্যের সম্পত্তিও হতে পারে। এখুনি যদি রাজ্য আদেশ করে, "এসো, ভিয়েতনামে দেহ ত্যাগ করো।" ও, তোমাকে তা করতে হবে। সুতরাং এইভাবে, তুমি যদি বিশ্লেষণ করে দেখো, বুঝবে এই দেহ তোমার সম্পত্তি নয়। তাহলে এতো নিপুণ ভাবে এই দেহের সন্তুষ্টির চেষ্টা কেন করছো? বোঝার চেষ্টা করো। আমি তোমার ইন্দ্রিয় তৃপ্তি করতে ইচ্ছুক নয়, আমি আমার ইন্দ্রিয় তৃপ্তি করতে ইচ্ছুক। কিন্তু এই দেহ যদি আমার না হয়, কেন আমি ইন্দ্রিয় তৃপ্তি করতে দক্ষ হবো?"
৬৯০৬০৪ - প্রবচন দীক্ষা এবং বিবাহ অনুষ্ঠান - নব বৃন্দাবন, যুক্তরাষ্ট্র আমেরিকা