BN/690611 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ বৃন্দাবন: Difference between revisions

(No difference)

Revision as of 06:26, 20 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ঠিক যেমন মৃত দেহকে সাজালে, সেই মৃত ব্যক্তির ছেলে বলতে পারে, "দেখো আমার বাবা হাসছে" (হাসিহাসি)। কিন্তু সে জানে তার পিতা কোথায় চলে গেছে ইতিমধ্যে। বুঝেছ? তো এই জাগতিক সভ্যতা হচ্ছে মৃত দেহকে সাজানোর মতো। এই দেহ মৃত। এটা বাস্তব। যতক্ষণ আত্মা আছে, এটা কাজ করছে, তা সচল। ঠিক তোমার কোটের মতো। সেটা মৃত। কিন্তু যখন তুমি তা গায়ে দেও, মনে হয়ে তা নড়ছে। কোটটা নড়ছে। কিন্তু কেউ যদি খুব আচম্বিত হই, "এই কোটটা নড়ছে!" (হাসিহাসি) সে জানেনা যে কোট নড়তে পারেনা। কোট মৃত। কিন্তু যেহেতু একজন ব্যক্তি তা গায়ে দিয়েছে তাই কোট, প্যান্ট, জুতো, টুপি নড়ছে। তেমনি, এই দেহ মৃত। নির্ধারিত আছে: এই দেহ এতো দিন থেকে এতো দিন থাকবে। তাকে জীবন দশা বলে। কিন্তু মানুষ এই মরা দেহ নিয়ে আগ্রহী।"
৬৯০৬১১ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০৫.১২-১৩ - নব বৃন্দাবন, যুক্তরাষ্ট্র আমেরিকা