BN/690207 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 08:23, 20 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো কোনরকম ভাবে , এটা শুরু হয়েছে, ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আশীর্বাদে, সে যেহেতু আমাকে চেয়েছিলেন, সে আশা করেছিলেন আমাকে। তো, যেহেতু তিনি আশা করেছিলেন, ... আমি এতো অজ্ঞ বা শিক্ষিত নই অথবা কোনরকম অসাধারণ নই , কিন্তু একটা জিনিস হলো আমি তার কোথায় বিশেষ করেছিলাম। সেটা হলো .... তোমরা বলতে পারো সেটাই আমার যোগ্যতা। আমি শত শতাংশ তার কোথায় বিশেষ করেছিলাম। তো যাই সাফল্য আছে, সেটা হলো আমার দৃঢ় বিশেষ তার কথার ওপর। তো আমি চেষ্টা করছি অনুকরণ করা। তো আসলে, সেই দায়িত্ব তোমাদের ওপর নির্ভর করবে এখন। আমিও একজন বৃদ্ধ ব্যক্তি। আমি যেকোনো সময়ে অপ্রকট হতে পারি। এই আন্দোলনকে চলতে থাকতে হবে। "
৬৯০২০৭ - প্রবচন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আভির্ভাব তিথির অনুষ্ঠানে - লস্‌ এঞ্জেলেস্‌